November 26, 2025, 1:27 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-11-26 00:00:15 BdST

ময়মনসিংহে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ


৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা এসময় রেললাইনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করা হয়। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিকাল ৫টার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীরা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ট্রেন বন্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীরা বোঝালেও তারা রেলপথ থেকে সরছে না।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে একই দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ।

আরও পড়ুন: ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এসময় ঘণ্টাখানেক ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এসময় আন্দোলনরতদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে সেসময় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুরও আহত হন।

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) ও রবিবার (২৩ নভেম্বর) একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পরে যাত্রীদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় সেদিন রাত ৮টায় শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান।

এই বিষয়ে পরীক্ষার্থীরা বলছেন, ‘আগের বিসিএস গুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।’

এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.