শাহীন আবদুল বারী
Published:2025-12-23 16:25:53 BdST
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে কুমুল্লী নামদার গ্রামে টাঙ্গাইল (সদর)-০৫ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সহধর্মিনী সাইমা পারভীন সিম্মি'র পক্ষ থেকে দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এই মতবিনিময় সভায় সাইমা পারভীন সিম্মি বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তিনি আসার খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসময় জাতীয়তাবাদী মহিলা দলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক, ভোটারগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
