January 9, 2026, 3:02 am


S M Fatin Shadab

Published:
2026-01-08 01:10:46 BdST

গুলশানে শুরু হলো  ৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর পিঠা উৎসব ও একক আবাসন মেলা


 

শুরু হলো গুলশানে ৩ দিন ব্যাপী প্রিমিয়াম হোল্ডিং এর পিঠা উৎসব ও একক আবাসন মেলা

রাজধানীর গুলশান ১ নম্বরের গুলশান গ্রেস বিল্ডিং কর্পোরেট অফিসে দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানি
প্রিমিয়াম হোল্ডিং এর শীতকালীন পিঠা উৎসব উপলক্ষে ০৮-১০ জানুয়ারী ২০২৬ শুরু হয়েছে একক আবাসন মেলা এবং পিঠা উৎসব। ৮ জানুয়ারী সকালে পিঠা উৎসবের শুভসুচনা করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। কেক কেটে একক আবাসন মেলার যাত্রা শুরু করেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক রওশন আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক নাজনিন আক্তার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম জেনারেল ম্যানেজার সোহাগ খান, জেনারেল ম্যানেজার, সায়মন আরাফাত, টীম লিডার শিমুল সরকার,টীম লিডার মহিন ইসলাম সহ কোম্পানির সকল স্তরের কর্মকর্তাবৃন্দ। মধ্যবৃত্তের আবাসন চাহিদা মেটানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। ৩ টি চমৎকার প্রকল্প প্রিমিয়াম টাউন,প্রিমিয়াম গার্ডেন, ও প্রিমিয়াম ভ্যালি নিয়ে আস্হা ও বিশ্বাসের সাথে এগিয়ে চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, সবাই দেয় আসা কিন্তু আমরা দেই নিশ্চয়তা । তিনি বলেন,প্রিমিয়াম যেটা বলে সেটাই করে, গত দুই বছরে গ্রাহকদের সবচেয়ে বেশি রেজিষ্ট্রেশন প্রদান করছেন প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড , যা বিশ্বাস ও স্বচ্ছতার বড় নিদর্শন। ইতিমধ্যে গ্রাহকদের প্রিয় হয়ে উঠেছে আমাদের প্রকল্পগুলো। প্রিমিয়াম টাউন থেকে ৫ কাঠার একটি প্লট নিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সন্মানিত গ্রাহক বলেন এই প্রকল্প থেকে প্লট নেবার দুটো কারন চারপাশে সরকারি রাস্তা এবং ম্যানেজমেন্টের কমিটমেন্ট। শত শত গ্রাহকের আস্থা তৈরি করছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। বিশেষ করে,
প্রবাসীদের কাছেও আস্হা অর্জন করেছে শতভাগ। একক আবাসন মেলা সকলের জন্য উন্মুক্ত। মেলা চলবে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.