January 12, 2026, 10:38 pm


আব্দুর রহিম রিপন

Published:
2026-01-12 19:09:31 BdST

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৮


*অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৮*

আব্দুর রহিম রিপন

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অপরাধ দমনে জোরালো অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের ভাষায়, এই অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় পরিচালিত হয়েছে।
ডিএমপি জানায়, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত রাজধানীর মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ীসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর এলাকা থেকে—মোট ২৭ জন। এছাড়া শেরেবাংলা নগর থেকে ১০ জন এবং যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের বয়স ও পরিচয় ভিন্ন হলেও, পুলিশ বলছে—তারা সবাই কোনো না কোনোভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহভাজন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, ছিনতাই, মাদক কারবার, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ যাচাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দায়ের করা হবে।
ডিবির এক কর্মকর্তা জানান, রাজধানীতে সাম্প্রতিক সময়ে অপরাধের প্রবণতা ঠেকাতে এই বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা রাজধানীর শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”
এই অভিযানের মাধ্যমে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্ট চলমান থাকবে এবং আগামী দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.