January 13, 2026, 7:37 pm


S M Fatin Shadab

Published:
2026-01-13 16:52:02 BdST

ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩


ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে একটি কাভার্ডভ্যানের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা একটি ভ্যানের ওপর বসে ছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.