January 17, 2026, 7:39 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2026-01-17 18:07:16 BdST

ভূমিদস্যুদের গ্রেপ্তার ও দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলনরাজবাড়ীতে প্রয়াত সাংবাদিক মোমিনুল ইসলাম মানুর বসতভিটা দখলের অভিযোগ


রাজবাড়ীর প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক জেলা প্রতিনিধি প্রয়াত মো. মোমিনুল ইসলাম মানুর বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে ভূমিদস্যুদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং অবিলম্বে দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরে একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রয়াত সাংবাদিক মোমিনুল ইসলামের স্ত্রী পারভীন ইসলাম পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে পারভীন ইসলাম বলেন, তার স্বামী মো. মোমিনুল ইসলাম ২০১৪ সালের ৩০ জুলাই মৃত্যুবরণ করার পর থেকেই তার ছোট ভাই শহীদুল ইসলাম ও তার সহযোগীরা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার স্বামীর পৈত্রিক ভিটা থেকে তাদের উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে আসছে।

তিনি জানান, পুত্র সন্তান না থাকায় মৃত্যুর পূর্বে তার স্বামী নিজ মালিকানাধীন বসতভিটার জমি স্ত্রী ও কন্যার নামে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হেবা করেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই দেবর শহীদুল ইসলাম ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে নানা হয়রানি ও চাপ প্রয়োগ শুরু করেন। এই বিষয়ে ২০১৪ সালেই রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সংবাদ সম্মেলনে পারভীন ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের নির্যাতনের কারণে তিনি একপর্যায়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় মেয়ের বাসায় আশ্রয় নিতে বাধ্য হন। সম্প্রতি শহীদুল ইসলাম তার মালিকানাধীন বসতবাড়ির দুটি ঘর ভেঙে ফেলে এবং পুরো জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে নেয়।

সামাজিকভাবে সমাধান ব্যর্থ হওয়ায় তিনি গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর আমলী আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৭ ও ৮ ধারাসহ দণ্ডবিধির ৪২৭, ৪৪৭, ৩২৩, ৫০৬ ও ৩৪ ধারায় শহীদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা (সি.আর-১৭/২০২৬) দায়ের করেন। মামলাটি গ্রহণ করে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম বর্তমানে আইনগত প্রক্রিয়া এড়াতে বিদেশে (কানাডা) পালানোর চেষ্টা করছেন। অথচ তিনি নিজ বসতভিটা হারিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে পারভীন ইসলাম বলেন, “আমার দেবর বিভিন্নভাবে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সাংবাদিক সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

তিনি অভিযুক্ত ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তার, দখলকৃত জমি অবিলম্বে দখলমুক্ত করা এবং একজন প্রয়াত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে তার মেয়ে মৌসি ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.