January 19, 2026, 11:37 am


শাহীন আবদুল বারী

Published:
2026-01-19 08:06:37 BdST

সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী


মরহুম হাবিবুর রহমান তালুকদার

আজ ১৯ জানুয়ারি, সিনিয়র সাংবাদিক, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সভাপতি এ এইচ এম ফারুকের পিতা মরহুম হাবিবুর রহমান তালুকদারের ১৭তম মৃত্যুবার্ষিকী।

তিনি ২০০৯ সালের এই দিনে পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

দিবসটি উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় পানছড়ির নিজ বাসভবনে পবিত্র কুরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এ এইচ এম ফারুক ২০০১ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। দীর্ঘ দুই যুগের বেশি সময়ের পেশাদার ক্যারিয়ারে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক ইনকিলাব, বাংলা টিভি, বাংলাদেশ খবর, দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডটকমসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.