শাহীন আবদুল বারী
Published:2026-01-21 14:23:40 BdST
ধানের শীষের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহঃ টুকু
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক পেয়ে ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৫ আসনে বিএনপির বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছ থেকে সুলতান সালাউদ্দিন টুকু আনুষ্ঠানিকভাবে "ধানের শীষ" প্রতীক গ্রহণ করেন।
টুকু ধানের শীষ প্রতীক হাতে পেয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'আজ আমরা আমাদের প্রিয় প্রতীক "ধানের শীষ" পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক এটি। ধানের শীষ এই দেশের জনগণের আস্থার প্রতীক, টাঙ্গাইল সদরের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রতীক। ইনশাআল্লাহ, এবার বিজয় ধানের শীষেরই হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মাহমুদুল হক সানু এই প্রতিবেদককে বলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীক পাওয়ার পর তার সমর্থকেরা উৎফল্ল। শতশত নেতাকর্মী টুকুকে সম্মান জানান। টাঙ্গাইল-৫ আসনে বিএনপির বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
