শাহীন আবদুল বারী
Published:2026-01-27 20:27:04 BdST
ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব: টুকু
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বাঘিল ইউনিয়নের শিবপুর ঘাট এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাঘিল ইউনিয়ন বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আগামী কয়েকটি দিন আমার হয়ে আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।
তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন সামনে আবার সুযোগ এসেছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার। যেই নির্বাচনের দাবিতে আমাদের নেত্রী ছয় বছর অন্যায়ভাবে নির্যাতন ভোগ করেছেন, সেই নির্বাচনের জন্য আমাদের দুই হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন, অসংখ্য মানুষ খুন হয়েছেন, কারাবন্দি হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী রাতের বেলা ঘরে থাকতে পারেননি, এমনকি বাবা-মায়ের মৃত্যুতেও জানাজায় অংশ নিতে পারেননি। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক মন্ত্রী প্রয়াত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশেদ হাসান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মো. শামীমুর রহমান খান (ভিপি শামীম)। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন নির্বাচনী সভার পাশাপাশি পিচুরিয়া, ফৈলার ঘোনা এলাকাসহ একাধিক স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেন সুলতান সালাউদ্দিন টুকু।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সুখ-দুঃখ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রার্থীকে কাছে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
