January 29, 2026, 7:40 pm


এস এম ফতিন সাদাব

Published:
2026-01-29 16:48:35 BdST

বাংলাদেশের পাশে থাকার কথা বলে কলম্বোর টিকিট কাটল পাকিস্তান


বাংলাদেশের প্রতি ‘অবিচার’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে সেই কঠোর অবস্থান থেকে সরে এসে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে পিসিবি। বয়কটের গুঞ্জনের মধ্যেই জানা গেল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কলম্বোর টিকিট কেটেছে পাকিস্তান দল।

টেলিকম এশিয়া স্পোর্টস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দলকে ইতোমধ্যেই বিশ্বকাপের পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে। এমনকি সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলের কলম্বো যাওয়ার ফ্লাইটও বুক করা হয়ে গেছে। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজ শেষ করে অজিদের সঙ্গেই কলম্বো যাবে পাকিস্তান দল।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থনে তারা বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করছেন। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে ভেন্যু পরিবর্তনের দাবি না মানায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। সেই ক্ষোভ থেকেই পিসিবি এমন বার্তা দিয়েছিল। তবে বাস্তবতা দেখে শেষ পর্যন্ত নমনীয় হতে হচ্ছে তাদের।

এদিকে বিশ্বকাপে অংশ নিলেও গুঞ্জন আছে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। তবে টিম ম্যানেজমেন্টকে আপাতত পুরো বিশ্বকাপের কথা মাথায় রেখেই প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান।

মূলত আইসিসির কঠোর শাস্তির খড়গ এড়াতেই বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে পাকিস্তান। টুর্নামেন্ট বর্জন করলে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ত দেশটির ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞা, আইসিসির টুর্নামেন্ট আয়োজনের অধিকার হারানো এবং বার্ষিক রাজস্ব বন্টন বন্ধ হয়ে যাওয়ার হুমকি ছিল। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের এনওসি না পাওয়ার ঝুঁকিও ছিল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.