September 19, 2024, 10:21 pm


আবু তাহের বাপ্পা

Published:
2019-12-20 04:47:09 BdST

ফের বাড়ছে স্বর্ণের দাম


এফটি বাংলা

এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বাড়ছে স্বর্ণের দাম। সনাতন স্বর্ণ ছাড়া সব মানের স্বর্ণের দামই বাড়ানো হচ্ছে। এর মধ্যে দেশের বাজারের সবচেয়ে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম বাড়ছে সবচেয়ে বেশি; ভরিতে ১ হাজার ১৬৭ টাকা। অন্যদিকে ২১ ক্যারেট মানের স্বর্ণে ভরিতে দাম বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা আর ১৮ ক্যারেট মানের স্বর্ণে ১ হাজার ১৬৫ টাকা।

নতুন মূল্য আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশী মুদ্রা টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের মূল্য সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে বাজুস।

দর বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৯ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ৫৬ হাজার ৮৬২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ৫১ হাজার ৮৪৬ টাকায়।

গতকাল বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ৫০ হাজার ৬৮০ টাকায় টাকায় বিক্রি হয়েছে।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।

জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফায় স্বর্ণের দাম প্রতি ভরি ৫০ হাজার ১৫৫ টাকা থেকে বেড়ে ৫৮ হাজার ২৮ টাকা হয়। তবে গত সেপ্টেম্বর মাসে স্বর্ণের দাম কিছুটা কমেছিল, প্রতি ভরি সোনার দাম কমে হয়েছিল ৫৬ হাজার ৮৬২ টাকা। কিন্তু এর পর থেকেই ফের বাড়তে থাকে। গত ২৪ নভেম্বর দাম বেড়ে প্রতি ভরি ৫৮ হাজার ২৮ টাকা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা