September 19, 2024, 10:04 pm


আবু তাহের বাপ্পা

Published:
2019-12-26 00:42:45 BdST

অবৈধ সম্পদ ও অর্থ পাচারসাবেক সাংসদ আউয়াল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা


এফটি বাংলা

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

প্রণব কুমার ভট্টাচার্য এফটি বাংলাকে জানান, দূদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক আলী আকবর দু-এক দিনের মধ্যে এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা (যেগুলো অনুমোদন দেয়া হয়েছে) করবেন।

তিনি বলেন, এমপি আউয়াল ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির বিষয়েও কমিশন অনুমোদন দিয়েছে।

দুদকের মঙ্গলবারের চিঠিতে বলা হয়েছে, সাবেক সাংসদ একেএমএ আউয়াল ও তার স্ত্রী গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ চলমান রয়েছে। এ অবস্থায় তদন্তের স্বার্থে তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এর আগে সোমবার আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলার অনুমোদন দেয় দুদক। জালিয়াতির মাধ্যমে ভুয়া লোককে মালিক সাজিয়ে সরকারি (খাস) জমি হাতিয়ে নিয়ে ভবন তৈরিসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা অনুমোদন দেয়া হয়েছিল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা