September 19, 2024, 10:43 pm


আবু তাহের বাপ্পা

Published:
2019-12-26 00:46:12 BdST

অবৈধ সম্পদ অর্জনবাবুল চিশতির স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ


এফটি বাংলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুই মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতির স্ত্রী রোজী চিশতি ও মেয়ে রিমি চিশতির আগাম জামিনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এদিন আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

সূত্র জানায়, ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১৫ ডিসেম্বর রোজী চিশতি ও মাহবুবুল হক চিশতিকে আসামি করে মামলা করে দুদক।

এছাড়া ২১ কোটি ২০ লাখ ৯৮ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রিমি চিশতি ও মাহবুবুল হক চিশতির বিরুদ্ধে আরেকটি মামলা করে। দুই মামলায় তারা আগাম জামিনের আবেদন করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা