September 19, 2024, 10:36 pm


সামি

Published:
2019-12-31 04:20:51 BdST

সচিব হলেন ৩ অতিরিক্ত সচিবনতুন তথ্য সচিব কামরুন নাহার


এফটি বাংলা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে আজ তথ্য সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জনপ্রশাসনের অতিরিক্ত সচিব পর্যায়ের তিনজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতি সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন কামরুন নাহার।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।

আর ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডলের।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসকে রবিবার পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা