March 29, 2024, 4:33 pm


সামি

Published:
2020-02-18 03:27:17 BdST

৬ মাসে বিমানের লাভ ৪২৩ কোটি


এফটি বাংলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে ( জুলাই- ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর পূর্ব নিট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সরকারি দলের সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি সংসদে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গত অর্থ বছরে বিমানের নিট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা। এ সময় সংস্থাটির মোট আয় হয় ৫ হাজার ৭৯৫ কোটি টাকা। ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা।

তিনি আরও জানান বর্তমানে বাংলাদেশ বিমানের মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি নিজস্ব আর ছয়টি লিজ করা। এসব উড়োজাহাজ আন্তর্জাতিক ১২টি রুটে ১৭ দেশে এবং অভ্যন্তরীণ সাতটি রুটে পরিচালনা করা হচ্ছে।

মাহবুব আলী জানান, বিমানের টিকেট ক্রয়-বিক্রয়ে আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর অংশ হিসাবে বিমান এয়ারলাইনস নামের একটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা