May 20, 2024, 1:47 pm


সামি

Published:
2020-03-03 20:32:31 BdST

বিশ্বের তৃতীয় প্রভাবশালী নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা


আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিশ্বের প্রভাবশালী সাত নারী রাজনীতিকের তালিকা প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা।

এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

রবিবার ( ২মার্চ) দুপুরে ফেসবুকের ভেরিফায়েড পেজে এ তালিকা প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। প্রতিষ্ঠানটির বিবেচনায় বিশ্বের সেরা ৭ নারী হলেন-

১. জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী;

২. অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানির চ্যান্সেলর;

৩. শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী;

৪. সানা ম্যারিন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী;

৫. উরসুলা ভন ডের লিয়েন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট;

৬. ন্যান্সি পেলোসি, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার এবং

৭. রুথ ব্যাডার গিনসবার্গ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক।

বিশ্বের সাতজন ক্ষমতাধর নারীর নাম দিয়ে ভয়েস অব আমেরিকা এ পোস্টের শিরোনাম দিয়েছে ‘নারী ইতিহাসের মাস’। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, মার্চ মাস ইতিহাসে নারীদের অবদানকে তুলে ধরে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ‘ভোয়ার চোখে সবচেয়ে অনুপ্রেরণদায়ী এসব নারীরা নারীদের জন্য দ্বার খুলে দিয়েছেন এবং ক্ষমতার আসনে বসেছেন।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা