May 20, 2024, 12:27 pm


Al Fahad

Published:
2020-03-05 19:20:39 BdST

রমনায় ঘরের দরজা ভেঙে উপ-সচিবের পচাগলা লাশ উদ্ধার


রাজধানীর রমনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর (৬০) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৫ টা ৩৬ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।

ওই থানার এসআই ইউনুস জানান, স্থানীয়দের খবরে বুধবার সন্ধ্যায় রমনা বেইলি রোডে অবস্থিত বেলি স্কয়ার এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল কাদের চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে আবদুল কাদেরের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন।

অসুস্থতাজনিত কারণে গত সাত থেকে আটদিন ধরে তিনি অফিসে যাননি। অফিসের লোকজন যোগাযোগ করলে তাকে না পেয়ে পুলিশকে অবহিত করে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই ইউনুস বলেন, ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার লাশ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল।

এটি মৃত্যু না হত্যাকাণ্ড এমন প্রশ্নের জবাবে ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়টি এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা