May 20, 2024, 5:20 pm


Al Fahad

Published:
2020-03-07 21:42:52 BdST

করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারও সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি। করোনার কারণে বিদেশি অতিথিদের আগমনে কিছুটা প্রভাব পড়বে। তাই করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার সজাগ ও সতর্ক রয়েছে।

তিনি বলেন, কিছু কিছু লোক অভিযোগ করছেন ভারতে যে দাঙ্গা-হাঙ্গামা হয়েছে, ভারতের যেটা ঐতিহাসিক অবস্থান সেখান থেকে অনেকটুকু সরে পড়ছে বলে মনে হয়। আমরা ওনাকে (মোদি) দাওয়াত দিয়েছি, তিনি দাওয়াত গ্রহণ করেছেন, মেহমানের নিরাপত্তাও আমরা দেই। এটা আমাদের মজ্জাগত।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে শনিবার সকালে সিলেটে যান পররাষ্ট্রমন্ত্রী।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা