September 20, 2024, 4:25 am


Siyam Hoque

Published:
2020-03-12 17:59:51 BdST

জার্মানির ৭০ শতাংশ লোক করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন


করোনাভাইরাস নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নেয়া দরকার, সেটিই নেয়া হবে বলে জানিয়েছে জার্মানি। ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশটির ৭০ শতাংশ লোক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্যাপক ঝুঁকির কথা স্বীকার করে মেরকেল বলেন, কীভাবে এই সংকট তৈরি হয়েছে, তা আমার জানা নেই। যখন এখানে এই ভাইরাস আসে, তখন তার প্রতিষেধক, টিকা কিংবা চিকিৎসাও আমাদের কাছে নেই। যে কারণে ৬০-৭০ শতাংশ লোক এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

বার্লিনে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মেরকেল এ ধারণা প্রকাশ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে এটিই মেরকেলের প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় ভাইরাস ছড়ানোর গতি কীভাবে কমানো যায়, সেদিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

তবে মেরকেলের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন চেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে মানুষের মধ্যে আতঙ্কা বেড়ে যাবে।

এই ভাইরাসে জার্মানিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি। বুধবার প্রথমবারের মতো এক পার্লামেন্ট সদস্য আক্রান্ত হয়েছেন বলে খবরে জানা গেছে।

দেশটির রাজনৈতিক দল লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস বলছে, তাদের এক আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা