September 20, 2024, 4:31 am


Siyam Hoque

Published:
2020-03-14 17:21:46 BdST

ফেসবুকে করোনা নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে প্রকৌশলী আটক


ফেসবুকে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে শুক্রবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী থেকে এ বি এম রেজা নামে এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন মোহাম্মাদ ফারুক জানান, প্রকৌশলী এ বি এম রেজা শুক্রবার তার ফেসবুক আইডি থেকে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ উল্লেখ করে একটি পোস্ট দেন। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

তবে সাতকানিয়া পৌরসভায় দায়িত্ব পালন করা এই উপ-সহকারী প্রকৌশলী পুলিশকে বলেন, লোকমুখে শুনে তিনি ফেসবুকে ওই পোস্ট করেন। খবর ইউএনবির

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪২৯ জনের। আর মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৪৫ হাজার ৩৬৯ জনে। এদের মধ্যে ৭১ হাজার ৬৯৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৩৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা