September 19, 2024, 10:51 pm


আবু তাহের বাপ্পা

Published:
2020-03-19 23:51:33 BdST

স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল


করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। 

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে দেশের বেশকিছু এলাকা লকডাউন করে দেওয়া হবে। 

করোনা আক্রান্ত এবং সম্ভাব্য রোগীদের জন্য তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে বিশেষ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে এরকম আশঙ্কা থেকে আগাম প্রস্তুতি হিসেবে এই কোয়ারেন্টাইন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য যে, দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এছাড়া বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা