September 19, 2024, 8:13 am


Siyam Hoque

Published:
2020-03-21 19:32:45 BdST

করোনা: ভোটাররা হাত ধোঁয়ে ভোট দিচ্ছেন


বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপক উৎসাহে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।

আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন পৌর সদরের আব্দুল আজিজ মোমোরিয়াল কেন্দ্রে ও জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী সাজন কুমার মিস্তি রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে করোনার প্রস্তুতি হিসেবে প্রতিটি কেন্দ্রে রাখা হয়েছে হাত ধোঁয়ার সাবান, টিস্যু পেপার, হ্যান্ড স্যানিটাইজার। মহিলা ও পুরুষ ভোটাররা করোনার সচেতনতার জন্য এগুলো ব্যবহার করে ভোট দিতে বুথে প্রবেশ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিপি, পুলিশ নিয়োজিত রয়েছে।

করোনা: ভোটাররা হাত ধোঁয়ে ভোট দিচ্ছেন

এ নির্বাচনে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৮ হাজার ৭৯১জন ও এক লাখ ৫৭ হাজার ৭১৯জন নারী ভোটার রয়েছেন।

গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা