March 28, 2024, 10:00 pm


Siyam Hoque

Published:
2020-04-03 19:20:45 BdST

সিঙ্গাপুরে ৩০ দিনে করোনা রোগী ১০০ থেকে ১০০০


করোনাভাইরাস মোকাবেলায় প্রথম দিকে ভালোই সাফল্য দেখিয়েছিল সিঙ্গাপুর। কিন্তু পরে সেই সফলতায় ছেদ পড়েছে।

তবে দেশটির সরকার সময়পোযোগী সিদ্ধান্ত নিয়ে দ্রুত পরিস্থিতি এমনভাবে নিয়ন্ত্রণে আনে, যা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছিল।

তবে এ প্রশংসা বেশি দিন টেকেনি। ফের করোনা আঘাত হেনেছে দেশটিতে। দ্বিতীয় দফার দেশটিতে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল এক হাজারে। অথচ মার্চের শুরুতেও দেশটিতে সংখ্যাটি ছিল একশরও কাছাকাছি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্বিতীয় দফায় করোনাকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি সিঙ্গাপুর। তবে এখনই কার্যকরী পদক্ষেপ নিলে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পারবে তারা। এ জন্য প্রথম ঢেউ মোকাবেলায় সফলতা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে পারে।

যদিও সিঙ্গাপুর সরকার বলছে, প্রথম দফার মতোই কড়াকড়ি আরোপ চলছে সেখানে। করোনার সংক্রমণ ঠেকাতে কোনো ছাড় দেয়া হচ্ছে না নিষেধাজ্ঞায়। চীনফেরত নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার পর দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরানসহ করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত সব দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ রেখেছে তারা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা