S M Fatin Shadab
Published:2026-01-19 17:14:00 BdST
ইরানে সহিংসতায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ ইরানি রাষ্ট্রদূতের
ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। একই সঙ্গে বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে সহিংসতা সৃষ্টি করা হয়েছে। এসব কারণেই ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। ইরানের চলমান পরিস্থিতি তুলে ধরতে দূতাবাসের উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। পরে সেই পরিস্থিতিকে পুঁজি করে পশ্চিমা দেশগুলো হস্তক্ষেপ করে। তার ভাষায়, পুরো বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
