September 17, 2024, 3:42 am


অনলাইন ডেস্ক:

Published:
2023-09-12 23:21:44 BdST

১০টি এয়ারবাস কিনবে বাংলাদেশ ফ্রান্সের থেকে : ম্যাখোঁ


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, এয়ারবাস কোম্পানির কাছ থেকে ১০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার বাংলাদেশে সফররত ম্যাখোঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতিতে এ কথা জানান ফরাসী প্রেসিডেন্ট।
বিবৃতিতে ম্যাখোঁ বলেছেন, ‘ইউরোপীয় মহাকাশ শিল্পে আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ‘এ ৩৫০’ মডেলর ১০টি এয়ারবাসের জন্য প্রতিশ্রুতিটি খুবই গুরুত্বপূর্ণ।’ এ বিষয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক পর্যায়ে দুটি এয়ারবাস বিমানের অর্ডার দেয়া হবে। আমরা পর্যায়ক্রমে ১০টি উড়োজাহাজ চেয়েছি। এ বিষয়ে পর্যালোচনা করছে আমাদের কারিগরি কমিটি।
এয়ারবাস ‘এ ৩৫০’ হলো একটি দূরপাল্লার, ওয়াইডবডির ও দুই ইঞ্জিনবিশিষ্ট জেট বিমান; যা এয়ারবাস কোম্পানি নির্মাণ করে থাকে। ৫১ বছরে বাংলাদেশের ২০টিরও বেশি বোয়িং সমৃদ্ধ উড়োজাহাজ রয়েছে। বেশিরভাগই ওয়াইডবডির বিমান। তবে এখনও কিছু ড্যাশ-৮ রয়েছে বহরে। এবার এয়ারবাস কিনতে আগ্রহী বাংলাদেশ সরকার।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে দুটি এয়ারবাস বিমানের অর্ডার দেয়া হবে। আমরা পর্যায়ক্রমে ১০টি উড়োজাহাজ চেয়েছি। এ বিষয়ে পর্যালোচনা করছে আমাদের কারিগরি কমিটি। বিমানগুলো নতুন ও পুরোনো রুট মিলিয়ে ব্যবহার হবে। প্রতিটি দেশের বহরে এয়ারবাস ও বোয়িং আছে। কিন্তু আমাদের শুধু বোয়িং আছে। একটিও এয়ারবাস নেই।’
যাত্রীসেবার মানোন্নয়নে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া অনেক আগেই শুরু করেছিল বিমান বাংলাদেশ। রাষ্ট্রীয় সংস্থাটি এয়ারবাস ও বোয়িংয়ের মাধ্যমে শক্তিশালী বহর তৈরি করতে চায়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from National