নিজস্ব প্রতিবেদক
Published:2025-09-08 16:44:55 BdST
গত বছর ৫ আগস্ট মিরপুর থানার লুট হওয়া অস্ত্রসহ একজন গ্রেফতার
ছবি: সংগৃহীত
গত বছর ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আবু হানিফ (২১) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান।
পুলিশ জানায়, এসআই মোঃ সামছুদ্দৌহা, এসআই মোঃ মামুন মিয়া, এএসআই জান্নাতুল বাকী এবং এএসআই আসমাউল হক সহ মিরপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোঃ আবু হানিফ নামে একজন সন্ত্রাসী মিরপুর মোল্লাপাড়া আলাউদ্দিন সিমেন্টের গলিতে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘুরাফিরা করছে। হানিফ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছে থেকে একটি ম্যাগাজিন সহ গ্রেফতার করে। হানিফ কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন দাউদপুর (পুকুর পাড়) গ্রামের মোঃ নুরুল আমিনের ছেলে। গ্রেফতারকৃত হানিফের দেয়া তথ্যমতে, তার গ্রামের বাড়ি থেকে আরো একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক হানিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর মডেল থানা হতে লুট করে নিয়ে যায় হানিফ।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, আবু হানিফ পেশাদার সন্ত্রাস। সে গত বছর ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে অস্ত্র গুলো লুট করে নিয়ে যায়। সরকারী এই অস্ত্র দিয়ে হানিফ বিভিন্ন সময়ে ছিনতাই সহ নানা অপরাধ মূলক কাজ চালিয়েছে মিরপুর এলাকায়। তার অন্যান্য সহযোগীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। হানিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.