October 22, 2025, 4:56 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-22 14:05:42 BdST

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


বিগত ১২/১০/২০২৫ ইং তারিখে ‘দ্য ফিন্যান্স টুডে ডট নেট’ এর অনলাইন ভার্সনে ‘উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল খালেক আকন এর গণপূর্ত ই-এম বিভাগ-৩ ঘুষের হাট’ শিরোনামে একটি সংবাদ ও ভিডিও প্রকাশিত হয়েছে। উক্ত ভিডিওতে যা দেখানো ও বানানো হয়েছে তা বাস্তবতার সাথে কোন মিল নেই। আমার দপ্তরে বিভিন্ন ঠিকাদারগণ কাজের সুবাদে আসেন। গোপনে কেউ আমার কর্মস্থলে আগমনের পর তার গোপন ক্যামেরায় তার আগমন ধারণ করে, পরবর্তীতে ভয়েস যুক্ত করে তা গণমাধ্যমে পাঠিয়েছে। এর পিছনে ভিডিও ধারণকারীর খারাপ কোন উদ্দেশ্য থাকতে পারে।

উক্ত ভিডিওতে যা দেখানো হয়েছে ও ভয়েস যুক্ত করা হয়েছে তা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এবং আমার নিকট হতে অনৈতিক সুবিধা হাসিল করার উদ্দেশ্য হতে পারে।

আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.