September 7, 2025, 4:14 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-09-07 11:48:00 BdST

৯ সেপ্টেম্বর নির্বাচনডাকসুর প্রচারণার শেষদিন আজ


ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষদিন আজ। গত ২৬ আগস্ট থেকে শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন।
 
প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগ থেকেই প্রার্থীরা কুশল বিনিময়ের নামে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২৬ আগস্ট বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা জোরেশোরে প্রচারণাও চালান। প্রচারণা চালাতে গিয়ে একাধিক প্রার্থী আচরণবিধিও লঙ্ঘন করেছেন।
 
প্রচারণার শেষের দিকে সব প্যানেলের নজর নারী ভোটারদের দিকে। তাদের ভোটগুলো নিজেদের দিকে আনতে হলগুলোতে সক্রিয়ভাবে কাজ করছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে আটঘাট বেঁধে নেমেছিল ছাত্রদল। প্রচারণাতেও দলটি অব্যাহত রেখেছে। গত ১১ দিন ছাত্রদলের মনোনীত প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন।

অন্যদিকে কৌশলী প্রচারণায় এগিয়ে ছাত্রশিবির। ছাত্রশিবির একইসঙ্গে অনলাইন এবং অফলাইনে নিজেদের প্রচারণাকে শক্তিশালী করেছে। তাদের পেছনে একটি পুরো ভিডিও টিম কাজ করছে। অফলাইনের পাশাপাশি অনলাইনে সক্রিয় শিক্ষার্থীদের কাছেও পৌঁছাতে চাচ্ছে তারা।
 
শুরুতে কিছুটা এলোমেলো হলেও অনেকটাই গুছিয়ে উঠেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল। তাদের নারী সদস্যরা হলগুলোতে সক্রিয় রয়েছেন। শেষদিনে নারী হলেই বিশেষ নজর তাদের। 

বিএনপির ও স্থানীয় ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্থানীয় শিক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে আবিদুল ইসলাম খান এবং তার প্যানেলের পক্ষে ভোট চাইছেন। 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.