রংপুরে নতুন করে দুই পুলিশ সদস্যসহ আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ছয় জন আক্রান্ত বলে শনাক্ত করা হয়।
আক্রান্তরা হলেন- রংপুরের পীরগাছার এক পুলিশ সদস্য (৫০), বদরগঞ্জের পুলিশ সদস্য (৪০), নগরীর সেনপাড়ার এক যুবক (২০), আদর্শপাড়ার এক যুবক (৩০), হারাগাছ এলাকার এক পুরুষ (৪০) এবং পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী (৩০)।
গতরাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৩৮টি নমুনার পরীক্ষা করা হয়। এতে রংপুর জেলার ছয় জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৪ জন।
রংপুরে আক্রান্তের তালিকায় পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ জন।