February 24, 2025, 10:03 am


সিয়াম হক

Published:
2020-06-06 19:12:28 BdST

মানিকগঞ্জে অবৈধ টোল আদায়ের দায়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪


মানিকগঞ্জ পৌর এলাকায় মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে পরিবহন থেকে টোল আদায়ের ঘটনায় অবশেষে ইজারাদার যুবলীগ নেতা সুমন খন্দকার ও তার তিন সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।

এ প্রসঙ্গে মামলার বাদী এসআই তারেক পারভেজ জানান, গত ২৪ এপ্রিল ইজারার মেয়াদ শেষ হয়েছে। ওই ইজারাদার অবৈধভাবে পৌরসভার নাম ব্যবহার মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীন ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের ইজারাদার হিসেবে চাঁদা/টোল আদায় অব্যাহত রেখেছেন।

এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ২টি রশিদ বইসহ নগদ টাকাও উদ্ধার করা হয়। এনিয়ে দৈনিক যুগান্তরে ৫ জুন সংবাদ প্রকাশিত হয়।

এব্যপারে পুলিশের ডিএসবির এএসপি হামিদুর রহমান সিদ্দিকী জানান, মেয়াদ শেষ হওয়ার পরও ইজারাদার অবৈধ ভাবে মানিকগঞ্জ পৌরসভার অভ্যন্তরীরে ট্রাক লোড-আনলোড ও টোল আদায়ের বিষয়টি পুলিশ সুপার রিফাত রহমান শামীমের দৃষ্টি গোচর হলে দ্রুততার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার জরিনা কলেজের মোড়, বাসষ্ট্যান্ড, দুধবাজার ও গঙ্গাধর পট্টির (পুলিশ ফাঁড়ি) সামনে ও মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে টোল আদায় করতে ছিল ওই ইজারাদার ও তার সহযোগীরা।

পৌরসভার হিসেব মতে, গত বছরের পয়লা বৈশাখ থেকে ১৪২৬ বাংলা সালের জন্য ৩০ চৈত্র পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকায় সুমন খন্দকার অভ্যন্তরীন ট্রাক লোড আনলোড ও টোল আদায়ের কার্যাদেশ পান।

গত ৩০ চৈত্র ওই ইজারাদারের টোল আদায়ের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর ১ মাস ২২ দিন ধরে অবৈধ ভাবে টোল আদায় অব্যাহত রেখেছেন তিনি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.