সামিউর রহমান লিপু
Published:2020-06-09 03:06:56 BdST
পদ্মাসেতুর স্প্যান বসবে বুধবার, বন্ধ থাকবে নৌ চলাচল
পদ্মা সেতুর একত্রিশতম স্প্যান স্থাপন কাজের জন্য আগামী বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে সব ধরণের নৌযান বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।
এ সময়ে ফেরি পারাপার বন্ধ থাকায় যাত্রাবাড়ি-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্পরুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "বুধবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পীডবোট, ট্রলারসহ সকল ধরণের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।"
সেখানে আরও বলা হয়, "ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাংগা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।"
মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দু:খপ্রকাশ করেছে সেতু বিভাগ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.