বিশেষ প্রতিবেদক
Published:2020-11-27 01:19:25 BdST
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
অফশোর’ ব্যাংকিংয়ের মাধ্যমে ২৩৬ কোটি টাকা সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক এবং নয় পরিচালকসহ ২৪ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক নারগিস সুলতানা ও জেসমিন আক্তার বাদী হয়ে এসব মামলা করেন বলে জানা গেছে।
জানা গেছে, তিন মামলার মধ্যে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৩ আসামির বিরুদ্ধে ১৬০ কোটি ৮০ লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ এনেছেন।
নারগিস সুলতানা বাদী হয়ে ৬০ কোটি ৪০ লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ এনে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এছাড়া জেসমিন আক্তার যে মামলার বাদী হয়েছেন তাতে ২১ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে ১৪ কোটি ৮৮ লাখ টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আসামিরা পরস্পর যোগসাজশে অফশোর ব্যাংকিংয়ের সুযোগ নিয়ে এলসির বিপরীতে ২৩৬ কোটি আট লাখ টাকা পাচার ও আত্মসাৎ করেছেন বলে এসব মামলায় অভিযোগ করা হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.