February 24, 2025, 10:16 pm


অনলাইন ডেস্ক

Published:
2021-06-01 20:24:50 BdST

বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবিতে মানববন্ধন


আজ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ''বেকারদের জন্য বাজেট নিশ্চিতে বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবিতে'' মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করে বাংলাদেশ যুব শক্তি নামে সংগঠন।

বাংলাদেশ যুব শক্তির ৪ দফা দাবি হচ্ছেঃ-

১ঃ- শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকুরিচ্যুত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে কমপক্ষে ৫ লক্ষ টাকা ঋণ প্রদান করতে হবে।

২ঃ- বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে।

৩ঃ- চাকুরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে।

৪ঃ- চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকুরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানবনবন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশী বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারন করেছে করোনার মহামারিতে সে সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন সংগঠনের জরীপে দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও প্রশিক্ষিত চাকুরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবন যাপন করছে। আমাদের ৪ দফা দাবিপূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে।”

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.