নিজস্ব প্রতিবেদন
Published:2021-06-02 02:10:34 BdST
টিবি হাসপাতালের উপ-পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক যুগান্তর প্রতিবেদন
রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালের উপ-পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, অতিরিক্ত মূল্যে যন্ত্রপাতি কেনাকাটার কারণে শ্যামলী টিবি হাসপাতালের উপ-পরিচালক আবু রায়হানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
মঙ্গলবার তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগিরই মামলাগুলো দায়ের করা হবে।
এ মামলায় বর্তমান উপ-পরিচালক আবু রায়হান ছাড়াও সাবেক উপ-পরিচালক ইমরান আলী ও তিন ঠিকাদারের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকার অতিরিক্ত দাম দেখিয়ে আত্মসাতের তথ্য প্রমাণ দেওয়া হয়েছে।
দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট ২০১৬-১৭ সালে টিবি হাসপাতালের পাঁচটি ক্রয়ের মাধ্যমে এই দুর্নীতির অপরাধ সংগঠিত হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.