অনলাইন ডেস্ক
Published:2021-12-30 00:11:54 BdST
এনআইডিতে যুক্ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজন
এনআইডিতে যুক্ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজন
জাতীয় পরিচয়পত্রে এখন থেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজন করা হবে। জাতির সূর্যসন্তানদের সম্মান জানাতে এ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা নিয়ে এ কাজ করছে বর্তমান কমিশন। ফেব্রুয়ারির মধ্যেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাদের এনআইডি কার্ডে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভােগর মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর জানান, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বর্তমান কমিশন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, স্মার্টকার্ডে যে চিপটি রয়েছে তার নিচে লেখা হবে বীর মুক্তিযোদ্ধা। ইসির সার্ভারে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা জায়গা থাকবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.