নিজস্ব প্রতিবেদক
Published:2022-01-02 18:32:37 BdST
পাথরঘাটায় ১২ মণ হাঙর জব্দ
বরগুনার পাথরঘাটা উপজেলার লঞ্চঘাট সংলগ্ন শুটকি পল্লী থেকে ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড ও বনবিভাগ।
শনিবার দুপুরে হাঙরগুলো জব্দের পর দুই জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার এইচ এম এম হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার হাঙর শিকার করা জেলেদের ধরতে একটি ট্রলারকে ধাওয়া করা হয়। ট্রলারটি শুটকি পল্লীতে পৌঁছালে দুজনকে আটক করে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
জব্দ করা হাঙরগুলোকে পুড়িয়ে ও মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.