February 25, 2025, 9:14 am


নেহাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি

Published:
2022-06-02 05:31:35 BdST

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, ইজিবাইক ও কারের ত্রিমুখী সংঘর্ষ; নিহত ছয়


আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন।

ট্রাক, প্রাইভেট কার এবং ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, দুটি শিশু ও একজন পুরুষ। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন পাংশা উপজেলার পুঁইজোর গ্রামের অটোরিকশা চালক বসিরউদ্দিন মিয়ার ছেলে নাসির (৩২), একই গ্রামের মোতালেব মণ্ডলের স্ত্রী মসিরন বিবি (৬০), মোতালেব মণ্ডলের তিন মেয়ে মরিয়ম (৪০), মর্জিনা (৩৫) ও শিলা (৩০) এবং শিলার দুই ছেলে নয়ন (৯) ও ইউসুফ আলী (৫)।

আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাইভেট কারের যাত্রী সঞ্জু সরকার বলেন, তাঁরা গাড়িতে করে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছানোর পর তাঁরা ইজিবাইকের পেছনে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তাঁদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ইজিবাইককে ধাক্কা দিয়ে ট্রাকটি ডান দিকে চলে আসায় তাঁদের গাড়িটির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। এতে তাঁর বোন আহত হয়েছেন।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিন জন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.