February 25, 2025, 10:32 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2022-07-08 11:41:31 BdST

ঈদের আগে এলো ৬ হাজার ৯শ কোটি টাকা


আসছে মুসলমানদের অন্যতম বড় এ উৎসব পবিত্র ঈদুল আজহা। উৎসবকে কেন্দ্র ক‌রে বে‌ড়ে‌ছে রে‌মিট্যান্স প্রবাহ।

ঈদের আগে গত ৬ দিনে রে‌মিট্যান্স এসেছে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার। যা টাকায় ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা। গড়ে হিসেবে প্রতিদিন এক হাজার ১৫৪ কোটি টাকা এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ঈদের আগে সবসময়ই রেমিটেন্স প্রবাহ বাড়ে‌। প্রবাসীদের পরিবার-পরিজন যেন ঈদ উৎসব সুন্দরভাবে পালন করতে পারে এবং কোরবানির পশু কিনতে পারে, সেজন্য তারা দেশে অর্থ পাঠাচ্ছেন। এ ছাড়া এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যাচ্ছে। সব মি‌লি‌য়ে ঈদুল আজহায় আগে রে‌মিট্যান্স বে‌ড়ে‌ছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ ছাড়া গত জুন মাসে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম।

চলতি বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার। আর আগের বছরের জুনের মাসের তুলনায় ১০ কোটি ৩৫ লাখ ডলার কম। গত বছর মে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৪ কোটি ৮ লাখ ডলার।  

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.