February 25, 2025, 10:26 am


মোঃ কামরুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি

Published:
2022-07-24 03:08:56 BdST

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শিবচরে সংবাদ সম্মেলন


"নিরাপদ মাছে ভরবো দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ- প্রতিপাদ্যকে সামনে রেখে 'জাতীয় মৎস্য সপ্তাহ' উদযাপন উপলক্ষে শিবচরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) শিবচর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মৎস্য কর্মকর্তা বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাইনিজ দোয়ার, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

এসময় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.