নেহাল আহমেদ, রাজবাড়ী
Published:2022-10-03 06:58:04 BdST
সহজ পাঠের শিক্ষার্থীদের রাজবাড়ী ভ্রমন
সহজপাঠের শিক্ষার্থীরা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে এসেছেন রাজবাড়ীকে জানতে। দুই দিনের ভ্রমনে তারা রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতিকে জানতে আজ বিকেলে গোদার বাজার পদ্মা নদী এবং গ্রামীন পরিবেশে দুর্গা পূজা দেখতে ধুনচী মন্দির পরিদর্শন করেছে।
দুই দিনের এই সফরে রাজবাড়ী জেলা সম্পর্কে জানা এবং গ্রামীন পূজা দেখাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
রাজধানীর লালমাটিয়ায় সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি আমাদের পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।
বর্তমান সময়ে শিশুদের নিয়ে ভাবার মতো মানুষ কোথায়। যারা আমাদের আগামী দিনের আশ্রয় তাদের কি আমরা সঠিক ভাবে গড়ে তুলছি? আমরা যখন শিক্ষাকে বানিজ্যিক করে ফেলেছি তখন সহজপাঠ স্কুল আমাদের শেখায় কেমন করে তাকে সঠিক পথে পরিচালনা করতে হবে।
যেকোনো পরিবেশে যেন টিকে থাকতে পারে, যেকোনো পরিবেশের সঙ্গে যেন মানিয়ে চলতে পারে, ভয় ও জড়তা মুক্তভাবে যাতে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে সহজ পাঠ।
এমনভাবে যে শিশুদের গড়ে তোলা যায় তা নালন্দা কিংবা সহজপাঠের শিক্ষার্থীদের না দেখলে বিশ্বাস করা দুরূহ।
গৎবাঁধা পড়াশোনার বাইরে এ ধরনের পড়াশোনা শিশুদেরকে সৃজনশীল করে তুলতে পারে।
শিশুরা তাদের কার্যক্রমের মাধ্যমে মানব কল্যাণে কাজ করা ও শাশ্বত বাঙালি হওয়ার শিক্ষা গ্রহন করছে। শিক্ষার এমনই উদ্দেশ্য হওয়া উচিত। সব স্কুলই সহজপাঠের মতো আনন্দ নিকেতন হয়ে উঠুক। হয়ে উঠুক শিশুদের অভয়ারণ্য।
সহজপাঠের মতো শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে হওয়া উচিত। দেশজুড়ে গড়ে ওঠা স্কুলগুলোর সহজপাঠ থেকে অনেক কিছুই শেখার আছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.