February 25, 2025, 1:08 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2022-10-14 00:19:28 BdST

নেপথ্যে কোম্পানীর সীমাহীন দুর্নীতি ও অনিয়মপ্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের পদত্যাগ


 বিশেষ নিরীক্ষা করছে বীমা নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)

 তদন্ত করছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন

 দুর্নীতির মুল হোতারা এখনও বহাল তবিয়তে

 ৫০ হাজার গ্রাহকের ভাগ্য অনিশ্চিত

সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চরম অব্যবস্থাপনা ও নানাবিধ অনিয়মের জেরে পদত্যাগ করেছেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নাসির আলী শাহ।

গত ০৬ অক্টোবর, ২০২২ইং তারিখে কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ বরাবর প্রেরিত চিঠিতে তিনি বলেন, "সাম্প্রতিক মাসগুলোতে আমার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি এবং বোর্ডে আমার অবস্থানের প্রয়োজনীয়তা পূরণে আমার অক্ষমতার কারনে আমি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"

উক্ত চিঠির অনুলিপি কোম্পানি সচিব এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার নিকট ইমেইলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সম্প্রতি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তাদের যোগসাজসে চলে আসা নানাবিধ অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়সমূহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ায় এবং পুঁজিবাজারের সাধারন বিনিয়োগকারী ও অন্যান্য গ্রাহকদের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন প্রাথমিক অনুসন্ধান শেষে তদন্ত শুরু করে। আর এই তদন্তের জেরেই চেয়ারম্যান নিজেকে বাঁচাতে আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানি সংশ্লিষ্টরা।

কোম্পানিতে চলে আসা সমস্ত অনিয়ম আর অব্যবস্থাপনার মুল হোতা হিসেবে সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান নাসির আলী শাহকেই সবাই চিহ্নিত করছেন।

তার এই পদত্যাগের পর কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ এখন হাওয়ায় ভাসছে, ডুবতে বসেছে ২২ বছরের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। ঝুঁকির মধ্যে রয়েছে কোম্পানির হাজার হাজার পলিসি গ্রাহকগন, শেয়ারহোল্ডারগণ, স্টেক হোল্ডারগন এবং কোম্পানীতে কর্মরত শত শত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.