February 25, 2025, 1:30 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2022-10-27 06:25:59 BdST

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেফতার


রাজবাড়ীতে ডাকাতির সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার খানখানপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা গ্রামের মো. রাজ্জাক উদ্দীনের ছেলে রাহাদ বিশ্বাস (২৫), আব্দুল কুদ্দুসের ছেলে মো. রমজান আলী (২৪), বিনোদপুর গ্রামের মৃত ফরহাদ মন্ডলের ছেলে আরিফ মন্ডল (২৯), সদর উপজেলার আলাদীপুর গ্রামের কুব্বাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৫), আলাদীপুর গ্রামের ইকবাল শেখের ছেলে মো. আলীম শেখ (২৩)।

পুলিশ সুপার শাকিলুজ্জামান জানান, রাতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.