নেহাল আহমেদ, রাজবাড়ী
Published:2022-10-31 20:28:39 BdST
রাজবাড়ী পদ্মা নদীতে সূর্য পূজা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার পদ্মা নদীতে আজ সোমবার সনাতন র্ধমাবলম্বীরা ডালা-কুলা সাজিয়ে র্সূয দেবতার পূজা করেন। প্রতিবছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্টি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে পদ্মা নদীতে এ আয়োজন করা হয়।
সনাতনী হিন্দু এবং রবিদাস, বাসফোর ও ধোপা সম্প্রদায়রে অন্যতম ধর্মীয় উৎসব ‘ষট বা সূর্য পূজা’। সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় সারাদিন উপবাস থেকে র্সূযাস্তের সময় নারীরা নানা উপাচারে সূর্যদেবের আরাধনা করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার রাজবাড়ী জেলা শহরের গোদার বাজার পদ্মা নদীতে সুর্যের আরাধনার মগ্ন ছিলেন শত শত ভক্ত। মনোবাসনা পূর্ণ, আপদ- বিপদ দূরীকরণ, বিভিন্ন মানত পূরণে সনাতন ধর্মাবলম্বী হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থীর সমাগম ঘটে এই পূজায়।
রবিবার বিকেলে পূজারীরা উপবাস থকেে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে রাজবাড়ী পদ্মা নদীর তীরে উপস্থতি হয়ে সূর্য অস্তের পূর্ব মুর্হুতে ভক্ত ও পূণ্যার্থীরা নদীর পানিতে দাঁড়িযে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। সূর্যাস্তের পর সকলেই বাড়িতে ফিরে যান। সোমবার ভোরে সূর্য স্নানরে মধ্য দিয়ে শেষ হয় এই পূজা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.