নিজস্ব প্রতিবেদক
Published:2023-04-09 01:33:47 BdST
নগরকান্দা ইউএনও'র ড্রাইভারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানাবিধ অনিয়ম, ঘুষ গ্রহন ও চাঁদাবাজির মতো অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েছেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল হকের ড্রাইভার মোঃ মনির মাতুব্বর।
উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীর ড্রাইভার হওয়ার সুবাদে এলাকায় নিজস্ব বলয়ের লোকজনকে নিয়ে প্রভাব বিস্তার, গরীব মানুষের সাথে দুর্ব্যবহার করা, অটোরিকশা, ভ্যান, নসিমন-করিমন, মাটি টানার কাজে ব্যবহৃত টলিগাড়ি থেকে চাঁদা আদায়, নানারকম সুবিধা দেয়ার বিনিময়ে ঘুষ গ্রহন সহ নানা অভিযোগ উঠেছে মনিরের বিরুদ্ধে।
সম্প্রতি মোঃ ফয়সাল খলিফা নামক এক টলিচালকের কাছে ১,০০,০০০/- ( এক লক্ষ টাকা) চাঁদা দাবি করে নানারকম হুমকি প্রদান করে আসছিলো ড্রাইভার মনির।
উক্ত ফয়সাল দীর্ঘদিন এলাকায় সুনামের সাথে কাজ করছিল বলে তার কাছে চাঁদা দাবি করে অভিযুক্ত মনির। চাঁদা না দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে শায়েস্তা করার হুমকি দেয় মনির।
চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে অভিযুক্ত মনির এবং তার ৫-৭ জন সহযোগীসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ফয়সাল খলিফার উপর হামলা চালায় এবং তাকে প্রানে মেরে ফেলার চেষ্টা করে। একই সময়ে ফয়সালের সাথে থাকা নগদ ৩০,০০০ টাকা ছিনিয়ে নেয় মনির।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
এই ঘটনার বিষয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিলের পরামর্শ দেয়।
সেই মোতাবেক আহত ফয়সাল খলিফা ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত মনির তার সহযোগীদের দিয়ে ফয়সালকে নানাভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি প্রদান করছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.