February 25, 2025, 6:21 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-04-10 03:47:26 BdST

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ'র শুল্ক আদায়কারী কর্মকর্তাকে দুদকে তলব


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ নদী বন্দরের শুল্ক আদায়কারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মোঃ রফিকুল ইসলামকে ২৯শে মার্চ, ২০২৩ইং তারিখে দুর্নীতি দমন কমিশন তলব করা হয়।

গত ২১শে মার্চ, ২০২৩ইং তারিখে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বিগত ২০২০ সালের ২৪শে জুন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরনীতে উল্লেখিত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা সংক্রান্ত কাগজপত্র, উক্ত সম্পদ অর্জনের সপক্ষে আয়ের উৎস সংক্রান্ত তথ্যাদি, আয়কর রিটার্ন, ব্যাংক হিসাব সংক্রান্ত সকল কাগজপত্র নিয়ে দুদকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।  

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.