নেহাল আহমেদ
Published:2023-04-11 22:57:32 BdST
রাজবাড়ীতে মহিলা পরিষদের মানব বন্ধন
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেন রাজবাড়ী মহিলা পরিষদের সদস্যরা। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্য এতে অংশ নিয়ে দ্রুত অভিযোগ তদন্ত করে বিচারের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, কয়েক দিন আগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। বানিয়াচংয়ের প্রত্যন্ত হাওর এলাকার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বক্তারা বলেন, 'নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে সরলা। তারপরও চলে নির্যাতন।' এ ঘঠনা মধ্য যুগের বর্বরতা কেহ হার মানায়। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এখানে নিজস্ব সংবিধান আছে। নিজস্ব আইন আছে। শরীয়া আইন এখানে কোন মতেই গ্রহনযোগ্য না।
মানব বন্ধনে অংশ নেন রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডাঃ পুর্ণিমা দত্ত।উদীচীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা।নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, রাজনীতি ব্যাক্তিত্ব আব্দুস সামাদ, লায়লা তাবাসসুম, অরুন কুমার সরকার, জেমস হালদার সহ বিভিন্ন নেতৃবৃন্ধ। সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী মহিলা পরিষদের সদস্য সম্পা প্রামানিক।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.