February 25, 2025, 7:01 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-05-11 02:24:45 BdST

পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরি মন্দিরের কার্যনির্বাহী কমিটি গঠিত


রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরি মন্দির এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাভোকেট কালিপদ মৃধা, কার্যকরী সভাপতি সুমন মণ্ডল এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ হীরা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ঢাকার রমনাস্থ পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে এক সভায় বিপুল ভক্তবৃন্দ এবং পূর্ব কমিটির সভাপতি অতুল চন্দ্র মণ্ডল ও সাধারণ সম্পাদক সমীর গোলদারসহ অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এ কমিটি ঘোষণা করেন।

উল্লেখ্য, পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরি মন্দির, শাহবাগ, ঢাকা ২০১০ সালের ৭ মার্চ রমনা শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্তের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.