নিজস্ব প্রতিবেদক
Published:2023-10-29 12:34:01 BdST
গ্রেফতার হতে পারেন বিএনপির একাধিক শীর্ষ নেতা
গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপির একাধিক শীর্ষ নেতারা গ্রেফতার হতে পারেন।
গতকাল ২৮ অক্টোবর নাশকতার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকেই গ্রেফতার করা হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল পুরো ঢাকা শহরে যে হামলা ভাংচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে এর পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছেন এবং যারা সরাসরি হামলার সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ইতোমধ্যে ভিডিও ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে বলেও খবর পাওয়া গছে।
ইতোমধ্যে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যাকান্ডসহ অন্তত ৫টি মামলা করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে অগ্নিসংযোগ, অডিট ভবনে হামলা এবং বিভিন্ন জায়গায় বাস-গাড়ি ভাংচুর এবং আগুন লাগানোর মামলা।
এই মামলাগুলোতে বিএনপির সব শীর্ষ নেতারা আটক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং এ ব্যাপারে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
উল্লেখ্য যে, আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়া রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মির্জা ফখরুলের পর তিনিই গ্রেফতার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.