নিজস্ব প্রতিবেদক
Published:2023-10-29 14:55:09 BdST
মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল রশিদ।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার ভোরে স্বাধীন পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রবিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর থানার টাউন হল শহীদ পার্ক জামে মসজিদের সামনে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব-১১-৭৩২৯) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সবগুলো সিট পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে আসাদ এভিনিউ সড়কের পাশের নির্মাণাধীন বহুতল ভবনে উঠে যান ওই ব্যক্তি। পরে ভবন থেকে নিচে পড়ে মারা যান তিনি। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা আব্দুল রশিদ। বয়স আনুমানিক ৩৬ বছর।
তরিকুল ইসলাম নামে প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক বলেন, ‘সাত থেকে আট জন লোক চলন্ত বাসটিকে থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলে। পরে তারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। সলিমুল্লাহ রোডের দক্ষিণ মাথার উল্টাপাশে মোহাম্মদপুর ক্লাবের মাঠ দিয়ে তারা পালিয়ে যায়।’
লাশ উদ্ধারের সময় স্থানীয় লোকজন জানান, ৭ তলা ওই ভবন থেকে পাশের তিন তলা একটি ভবনের ছাদে লাফ দেন ওই ব্যক্তি। কিন্তু তিনি দুই ভবনের মধ্যখানে পড়ে যান, এতেই তার মৃত্যু হয়েছে।
স্বাধীন পরিবহন রাজধানীর মোহাম্মদপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার রুটে চলাচল করে। আর প্রজাপতি পরিবহন রাজধানীর বসিলা থেকে মোহাম্মদপুর হয়ে উত্তরা-আব্দুল্লাহপুর রুটে চলাচল করে।
এদিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আসাদ এভিনিউ, শ্যামলী, টাউন হল ও বসিলা এলাকায় অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.