February 26, 2025, 4:22 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-10-29 15:03:07 BdST

‘পল্টনে নিহত শামীম যুবদলের কর্মী না’


রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে নিহত শামীম মিয়া যুবদল কর্মী না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার বেলা ১১টার দিকে নিহতের পিতা ইউসুফ মিয়ার বরাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, শামীম একজন চিকিৎসকের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের আক্রমণ চলাকালে শামীম পুলিশ হাসপাতালের সামনের পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি স্ট্রোক করে রাস্তায় পড়ে যান। তখন বিএনপির নেতাকর্মীদের পদতলে পিষ্ট হয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন।

সেখান থেকে কয়েকজন তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. রেজাউল হায়দার বলেন, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা।

সংঘর্ষ চলাকালে শামীম মিয়া নামে এক যুবক নিহত হন। শামীম যুবদল কর্মী বলে সেসময় দাবি করেছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। ওই দিন সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলকেও পিটিয়ে হত্যা করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.